kalerkantho


তিনে এসি মিলান

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তারা। ইতালিয়ান সিরি ‘এ’ জিতেছে ১৮ বার। সেই এসি মিলানের গত তিনটি মৌসুম কেটেছে দুঃস্বপ্নের মতো। গত আসরে ৭ আর আগের দুই মৌসুমে ১০ ও ৮-এ থেকে শেষ করেছিল সিরি ‘এ’ অভিযান। তবে এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ঐতিহ্যবাহী দলটির। গত পরশু শিভোর মাঠে ৩-১ গোলের জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। আট ম্যাচ শেষে দুইয়ে থাকা এএস রোমার সমান ১৬ পয়েন্ট হলেও গোল গড়ে তিনে এসি মিলান। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সিরি ‘এ’র অন্য ম্যাচে ক্যালিয়ারি ২-১ গোলে ইন্টার মিলানকে আর সাসুউলো ২-১ গোলে হারিয়েছে ক্রোতোনোকে। লা লিগায় সেল্তা ভিগোর জালে গোল উৎসব করেছে ভিয়ারিয়াল। নিজেদের মাঠে ৫-০ গোলের জয়ে তারা এখন পয়েন্ট টেবিলের পাঁচে। বার্সেলোনার সমান ১৬ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে ভিয়ারিয়াল। এ ছাড়া লা লিগায় ভ্যালেন্সিয়া ২-১ গোলে স্পোর্তিং গিজনকে আর অ্যাথলেতিক বিলবাও ৩-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। এএফপিমন্তব্য