kalerkanthoসংক্ষিপ্ত

শেখ রাসেল স্কুল টিটি

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকীর দিনে আজ শুরু হচ্ছে ‘শেখ রাসেল স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট।’ ‘সব শিশুর জন্য খেলাধুলা’—এই স্লোগানে শেখ রাসেল ক্রীড়াচক্র আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল করিম। অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী ও ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দসহ ক্লাব ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আসরে ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের বিভাগে ৪২টি স্কুলের ২৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। প্রতিবন্ধীদের ইভেন্টে অংশ নেবেন ২৫ জন বুদ্ধিপ্রতিবন্ধী।মন্তব্য