kalerkanthoআবার বিক্ষোভ

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ভুটানের কাছে হারের পরদিনই বাফুফে ভবনের সামনে জড়ো হয়ে এর নিন্দা জানিয়েছিলেন সাধারণ ফুটবলপ্রেমীরা। কাল সেখানে রীতিমতো বিক্ষোভ হয়েছে ‘বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম’-এর ব্যানারে। বাফুফে সভাপতিসহ ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেছেন তাঁরা। বাফুফে ভবনসংলগ্ন এলাকাসহ পুরো মতিঝিলে লিফলেট বিতরণ করা হয়েছে ফোরামের পক্ষ থেকে, যেখানে ফেডারেশন কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত দাবি করে তাঁদের পদত্যাগও চাওয়া হয়েছে। শুধু কোচ বিদায়েই সমাধান দেখছেন না তাঁরা, বরং কোচ ও খেলোয়াড় নির্বাচনে স্বচ্ছতার অভাবকেও তাঁরা এই বিপর্যয়ের বড় কারণ মনে করছেন। উল্লেখ্য, ভুটানের বিপক্ষে দুই লেগে দায়িত্বে থাকা টম সেইন্টফিট আজই দেশে ফিরে যাচ্ছেন। তাঁর সঙ্গে বাফুফের চুক্তি ছিল এই দুই ম্যাচ পর্যন্তইমন্তব্য