kalerkanthoদ. আফ্রিকা ৫ অস্ট্রেলিয়া ০!

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০সবশেষ আসরসহ বিশ্বকাপের সবচেয়ে বেশিবারের জয়ী দল অস্ট্রেলিয়া, তাদেরই কিনা এমন অসহায় আত্মসমর্পণ! সিরিজ হাতছাড়া হয়েছিল আগেই, মান বাঁচানোর শেষ ওয়ানডেতে ডেভিড ওয়ার্নারের দারুণ ব্যাটিংও ঠেকাতে পারেনি অস্ট্রেলিয়ার হার। প্রোটিয়াদের ৮ উইকেটে করা ৩২৭ রানের জবাবে ওয়ার্নারের ১৭৩ রানের ইনিংসের পরও অস্ট্রেলিয়া ২৯৬ রানে অলআউট। ফলে সিরিজের পঞ্চম ওয়ানডেতেও তাদের কপালে ৩১ রানে হারের কলঙ্কতিলক, অন্যদিকে অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইটওয়াশের গৌরব প্রোটিয়াদের। এর আগে একবারই হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১২ সালে ইংল্যান্ডে হওয়া ন্যাটওয়েস্ট সিরিজের ৪ ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া, ৫ ওয়ানডের সিরিজের অন্য ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত।

টস জিতে ব্যাটিং নেওয়া প্রোটিয়ারা রাইলি রসোর ১২২, জেপি দুমিনির ৭৯ ও ডেভিড মিলারের ৩৯ রানে ভর করে ৮ উইকেটে করে ৩২৭ রান। ক্রিস ট্রেমেইন ও জো মেনি নেন ৩টি করে উইকেট। জবাবে অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি দ্রুত বিদায় নিলে বিপদ বাড়ে অস্ট্রেলিয়ার। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড দুজনই ৩৫ করে আউট হলে লোয়ার অর্ডার দায়িত্বটা নিতে পারেনি। ক্রিকইনফোমন্তব্য