kalerkanthoসেরা দশে মাশরাফি

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০সেরা দশে মাশরাফি

অধিনায়কত্বই তাঁর দলে টিকে থাকার ‘ছাতা’ নয়, মাশরাফি বিন মর্তুজা পারফরমারও। আইসিসির সবশেষ র‍্যাংকিংয়েও তারই স্বীকৃতি, ওয়ানডের সেরা নবম বোলার বাংলাদেশ অধিনায়ক। এই প্রথম শীর্ষ দশে নাম উঠল মাশরাফির। শীর্ষ দশে আরেক বাংলাদেশির নাম আছে। তিনি অবশ্যই সাকিব আল হাসান। তবে চার থেকে একটু নেমে তাঁর অবস্থান এখন ছয় নম্বরে। অবশ্য ওয়ানডের সেরা অলরাউন্ডার এখনো শীর্ষেই আছেন। এ ক্যাটাগরিতে সবার ওপরে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট, তাঁর পরেই অবস্থান ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারিনের। ওয়ানডে ব্যাটসম্যানকুলের শিরোমণি যথারীতি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকায় দলের চূড়ান্ত ভরাডুবি সত্ত্বেও দুর্দান্ত ব্যাটিংয়ে এক লাফে ৯ ধাপ উঠে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ব্যাটিংয়ে র‍্যাংকিংয়ের বাংলাদেশের সেরা মুশফিকুর রহিম (১৯তম), এক ধাপ এগিয়ে তামিম ইকবাল রয়েছেন ২২তম স্থানে। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মাহমুদ উল্লাহর, ছয় সিঁড়ি টপকে তিনি এখন ৪২তম। আইসিসিমন্তব্য