kalerkantho


সংক্ষিপ্ত

টেনিস কোর্টে শারাপোভা

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন মারিয়া শারাপোভা, শাস্তি কমলেও ২৬ এপ্রিলের আগ পর্যন্ত প্রতিযোগিতামূলক টেনিসে নামতে পারছেন না এ রুশ তারকা। তবে দাতব্য কাজে বাধা নেই। অস্ট্রেলিয়ান ওপেনের সময় ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর কালই লাসভেগাসে একটি দাতব্য কর্মসূচিতে প্রথম কোর্টে নামলেন শারাপোভা। এলটন জন এইডস ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কর্মসূচিতে কোর্টে নেমে হালকা চালে দুটো ডাবলস ম্যাচ খেলেছেন ‘মাশা’। তাঁর সঙ্গী ছিল ১৫ বছর বয়সী কিশোরী টেইলর জনসন। প্রতিপক্ষ মার্টিনা নাভ্রাতিলোভা আর লাইজেল হুবার। খেলার পর শারাপোভা জানালেন, ‘অনেক দিন কোর্টে নামিনি, অনেক মজা আর হাসিঠাট্টা হলো খেলতে নেমে।’ পরে মার্কিন কিংবদন্তি জন ম্যাকেনরোর সঙ্গে জুটি বেঁধে নাভ্রাতিলোভা ও অ্যান্ডি রডিকের বিপক্ষে খেলেন শারাপোভা। ইয়াহু নিউজমন্তব্য