kalerkantho


রিজার্ভ ডেতে অনীহা ইংল্যান্ডের

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০চট্টগ্রামে বৃষ্টির চোখ রাঙানিতে আজ যদি খেলা না হয় বা আংশিক হয় তাহলে আগামীকাল ‘রিজার্ভ ডে’ করে সেদিন খেলা চালানোর প্রস্তাব ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু রিজার্ভ ডের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়ে সিরিজ শেষ করার কথাই শুনিয়েছে ইসিবি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘আমরা জানতে চেয়েছিলাম তারা রিজার্ভ ডে চায় কি না, উত্তরে তারা না বলে দিয়েছে।’ এ ব্যাপারে ইসিবির মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের ওয়ানডে দলের বেশির ভাগ খেলোয়াড়ই বৃহস্পতিবার যুক্তরাজ্যে ফিরে যাচ্ছে, টেস্ট দলের খেলোয়াড়রা এসে পড়েছে এবং প্রস্তুত হচ্ছে। সিরিজটা মীমাংসা করে যেতে পারলে ভালোই হতো, আশা করি কাল (আজ) খেলা হবে।’ ইসিবি সূত্র জানিয়েছে, তারাও সিরিজটা ১-১ ব্যবধানে অমীমাংসিত রাখার বদলে নিষ্পত্তি করতে পারলে খুশিই হতো, কিন্তু নিরাপত্তা আয়োজন ও ঠাসা সূচির কারণে শেষ সময়ের এই বদল তারা করতে পারছে না। বুধবার বিকেল ৪টার পর বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকায় ম্যাচ বাতিল বা কার্টেল ওভারের শঙ্কাই বেশি। ক্রিকইনফো

 মন্তব্য