kalerkanthoআজ জিতলেই র‍্যাংকিংয়ের আটে পাকিস্তান

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ উইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের জেতা হয়ে গেছে ওয়ানডে সিরিজও। তার পরও আয়েশের সুযোগ নেই আজহার আলীদের। সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলতে হলে থাকতে হবে র‍্যাংকিংয়ের ৮ নম্বরে। অথচ আজহার আলীর দল এখন ৯-এ। এক ধাপ ওপরে ওঠার দারুণ সুযোগ আজ তাদের সামনে। এ জন্য আবুধাবিতে সিরিজের শেষ ম্যাচে হারাতে হবে ক্যারিবিয়ানদের। তাহলে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও যেমন হোয়াইটওয়াশ হবে ওয়েস্ট ইন্ডিজ, তেমনি র্যাংকিংয়েও পিছিয়ে পড়বে এক ধাপ। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৮ আর ৮৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান আছে ৯ নম্বরে। ম্যাচটা জিততে তাই মুখিয়ে পাকিস্তানি অধিনায়ক আজহার আলী, ‘সরাসরি বিশ্বকাপ খেলতে চাই আমরা। এই ম্যাচটা গুরুত্বপূর্ণ এ জন্যই।’ ক্রিকইনফোমন্তব্য