kalerkantho


‘মেসি নিজের যত্ন নেয় না’

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০‘মেসি নিজের যত্ন নেয় না’

বার্সেলোনা লিওনেল মেসির যত্ন নেয় না—মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা। কাতালান ক্লাবটি পাল্টা কোনো জবাব দেওয়ার আগেই অবশ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়। তার পরও বারবার মেসির ইনজুরিতে পড়া নিয়ে আলোচনাটা থেমে থাকছে না। আর্জেন্টিনার টিম ম্যানেজার মিয়াদোসকিউ এবার দল নয়, দায়টা দিলেন বরং মেসির কাঁধেই, ‘ও নিজের যত্ন নেয় না। সব সময়ই শুধু খেলতে চায়।’

এ তথ্য নিয়ে কারোরই অবশ্য দ্বিমত থাকার কথা না যে মেসি সব সময়ই মাঠে থাকতে চান। এ মুহূর্তে যে চোটে ভুগছেন, তার জন্য প্রয়োজনীয় বিশ্রামেও তাঁর স্বস্তি নেই, ‘সারাক্ষণ ও চিন্তা করছে কখন মাঠে ফিরবে, ও এই ইনজুরি নিয়ে মোটেও স্বস্তিতে নেই।’—মেসির সঙ্গে যোগাযোগের পর আর্জেন্টিনার কোচ বাউসাও এমন মন্তব্য করেছেন। মিয়াদোসকিউ অবশ্য মনে করেন খেলার ব্যাপারে মেসি বা দলের অন্য যে কারোই এ আগ্রহ মোটেও সমালোচনার বিষয় নয়, ‘আমরা খেলোয়াড়দের এই আগ্রহকে বরং স্বাগত জানাই তারা তো দেশের জন্য, জার্সির জন্যই ছুটে আসে।’ আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট এই খেলোয়াড়দের দেখভালে কোনো ত্রুটি রাখে না বলেও তাঁর মন্তব্য, ‘আগুস্তো ফের্নান্দেজের অপারেশনের (অ্যাতলেতিকো মাদ্রিদে) সময় আমাদের দলের ডাক্তার সেখানে ছিলেন। মেসির ইনজুরির অবস্থাও তিনি দেখে এসেছেন এবং যোগাযোগ রাখছেন।’ সর্বশেষ খবর অনুযায়ী আর্জেন্টিনা তারকা সোমবার অনুশীলনে ফিরেছেন, জাতীয় দলের হয়ে সামনের দুটি ম্যাচ তিনি মিস করলেও বার্সেলোনার হয়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচেই তিনি ফিরবেন এমনটাই আশা করা হচ্ছে।’ স্পোর্তমন্তব্য