kalerkanthoরেকর্ডস

ভারতের সেরা অশ্বিন

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিয়মিত আলো ছড়াচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে করেছেন দু-দুটি শতরান। কানপুর টেস্টে তিন অঙ্কের ওই জাদুকরী স্কোর ছুঁতে না পারলেও দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪০ রান অশ্বিনেরই। ২০১৬ সালে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানও এখন তাঁর। ৫ ইনিংসে ২টি শতরানসহ ৫৫.০০ গড়ে ২৭৫ রান অশ্বিনের। ২০১৬ সালে টেস্টে ভারতের হয়ে মোট রানে তাঁর পরেই লোকেশ রাহুল। ১টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিসহ ৪ ইনিংসে ৬৭ গড়ে তাঁর মোট রান ২৬৮। ২০১৬ সালে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। তিনটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে ৭৬.৩০ গড়ে এ বছর করেছেন তিনি ৯৯২ রান। রানে বছরের শীর্ষ চার ব্যাটসম্যানই ইংল্যান্ডের। ৮৮৮ রান করে দুইয়ে জো রুট, তিনে থাকা অ্যালিস্টার কুকের মোট রান ৮১২ এবং চারে থাকা মঈন আলী সাদা পোশাকে এ বছর রান করেছেন মোট ৬০৫।
 মন্তব্য