kalerkantho


চোট সারিয়ে তৈরি তামিম

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চোট সারিয়ে তৈরি তামিম

ক্রীড়া প্রতিবেদক : কাল নৈশালোকে প্র্যাকটিসের পর আরো আলোকিত বাংলাদেশ দলের ড্রেসিংরুম। ভাঙ্গা আঙ্গুল সেরে ওঠায় যে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ থেকেই খেলতে তৈরি তামিম ইকবাল। ঈদের ছুটির পর গতকাল জাতীয় দলের অনুশীলন শুরুর প্রথমদিনের শেষে এমন সুখবরই দিয়েছেন তিনি।

 

‘ব্যান্ডেজ গতকালই (রোববার) খুলেছি। স্ক্যানও করিয়েছি। ডাক্তার বলেছেন যে এখনো চিঁড় আছে। তবে সেটা মারাত্মক নয়, কোন ঝুঁকি নেই’, জেনে গতকালই নেট করেছেন তামিম ইকবাল। নেট করার পর তাঁর মনের সংশয়ও গেছে কেটে,‘কোন ব্যথা নেই। কমর্ফোটেবলি ব্যাটিং করেছি। ২৫ তারিখের (আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে) আগে আরো নেট করার সুযোগ পাব। ২১ তারিখের প্র্যাকটিস ম্যাচও খেলব। ইনশাল্লাহ এরমধ্যে ম্যাচ ফিটনেসও হয়ে যাবে।’ এমন যখন অবস্থা, তখন তামিম নিশ্চিত যে,‘আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে আর কোন বাধা দেখছি না। আমি তৈরি।’

গত মাসে ক্যাচিং অনুশীলন করার সময় বাঁ হাতের কড়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেখানে সুক্ষ্ম চিঁড় ধরা পড়ায় তাঁকে তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছিলেন চিকিত্সক। তাতে আফগানিস্তান সিরিজে তামিমের খেলা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সে সংশয় অবশ্য মুছে গেছে গতকালের নেট সেশনে।


মন্তব্য