kalerkantho


রেকর্ডস

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাংলাদেশ সফরের জন্য গতকাল টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের উদীয়মান ব্যাটসম্যান হাসিব হামিদ। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হলেই অনন্য এক রেকর্ড গড়বেন তিনি। ১৩৯ বছরের টেস্ট ইতিহাসে ২০ বছরের নিচে ইংল্যান্ডের হয়ে এর আগে টেস্ট অভিষেক হয়েছে মোট পাঁচজনের। মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখানোর হাতছানি এখন হাসিব হামিদের সামনে। যাঁর বর্তমান বয়স ১৯ বছর ২৪৩ দিন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ড ব্রায়ান ক্লোজের। ১৯৪৯ সালে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১৪৯ দিন। জ্যাক ক্রফোর্ড ১৯০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম টেস্টটা খেলেন ১৯ বছর ৩২ দিনে। ১৯৩৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডেনিস কম্পটনের অভিষেক হয় ১৯ বছর ৮৩ দিনে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৭ সালে বেন হোলিওক প্রথম টেস্ট খেলেন ১৯ বছর ২৬৯ দিনে। ইয়ান পিবলেস ১৯২৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ দিনের ক্রিকেটের পথচলা শুরু করেছিলেন ১৯ বছর ৩৩৮ দিনে।মন্তব্য