kalerkantho


অবসর নিয়ে কাউকে ঠকাইনি

জয়ের পর মেসি

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শতবর্ষ উদ্যাপনে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে গোল করতে না পারার ব্যর্থতা থেকে অবসর নেওয়া লিওনেল মেসি অভিমান ভেঙে ফিরেছেন আর্জেন্টিনা দলে। খুদে জাদুকরের প্রত্যাবর্তন হয়েছে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো গোলে। দ্বিতীয় ইনিংসের প্রথম ম্যাচটি খেলার পর বলেছেন, ‘আমি কাউকে ঠকাইনি।’

ভেবেচিন্তে ফেরার পথটাই বেছে নেওয়া মেসি ম্যাচের পর জানালেন, সমর্থকদের কোনো ভুল ধারণা দিতে চাননি তিনি, ‘জাতীয় দলে ফেরার সুযোগ দেওয়াতে আমি অনেক কৃতজ্ঞ। আমি অবসর নিয়ে কাউকে ঠকাইনি, আমার সত্যিই খুব খারাপ লেগেছিল। যা হয়েছে তাতে খুবই মন খারাপ হয়েছিল, এরপর ভাবলাম এর চেয়ে খেলাই ছেড়ে দেই।’ অভিমান থেকে নেওয়া সিদ্ধান্ত বদলেছে বাউসার সঙ্গে আলাপের পর, মেসিই জানিয়েছেন, ‘কোচ বাউসার সঙ্গে আমার কথা হয়েছে, তাঁর সঙ্গে যাঁরা এসেছিলেন তাঁরাও আমাকে ফিরে আসার ব্যাপারে অনেক অনুপ্রাণিত করেছেন।’ অবসর ভেঙে ফিরলেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন কি না, এই নিয়ে ছিল সংশয়। কারণ চোট, কুঁচকিতে চোট ছিল মেসির যা ভোগাচ্ছে এখনো, ‘ভেনিজুয়েলার সঙ্গে পরের ম্যাচটা খেলতে পারব কি না, সেটা এখনো জানি না। আমার কুঁচকিতে এখনো প্রচণ্ড ব্যথা করছে। তবে আমার কারণে যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল সেটা দূর করতেই আমি মাঠে থাকতে চেয়েছিলাম।’ এখন সব ভুলে নতুন করে শুরুর অপেক্ষায় মেসি, ‘নতুন করে শুরু করাটা গুরুত্বপূর্ণ। গোটা দ্বিতীয়ার্ধ একজন কম নিয়ে খেলেও দলের বাকি সবাই নিজেদের দৃঢ়তা দেখিয়েছে।’ গোল ডটকমমন্তব্য