kalerkanthoফ্লপ অব দ্য ডে

৪ মার্চ, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

বাছাই পর্বটা একেবারে খারাপ কাটেনি তাঁর। এশিয়া কাপের মূল আসরে অবশ্য একদমই হাসছে না আহমদ শাহজাদের ব্যাটটা। আগের তিন ম্যাচে সাকুল্যে রান করেছিলেন ১৮, সর্বোচ্চ ১২। ব্যর্থতার ওই বৃত্ত সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটসম্যান ভাঙতে পারেননি ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও। এবার তো শূন্য রানে আউটে হয়ে গেছেন তিনি। ৪ বল খেলে জসপ্রিত বুমরাহর বলে সুরেশ রায়নাকে ক্যাচ দিয়েছেন তিনি।মন্তব্য