kalerkantho


জাদুকরী বাঁ পা-ই পছন্দ নেইমারের

৩ মার্চ, ২০১৬ ০০:০০লিওনেল মেসির জাদুকরী বাঁ পা বেছে নিলেন নেইমার! ব্রাজিলের অনলাইন প্রতিষ্ঠান ‘ইউওএল’-এর প্রশ্ন ছিল মেসির বাঁ পা এবং ক্রিস্তিয়ানো রোনালদোর ডান পায়ের মধ্যে কোনটা বেছে নেবেন ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনা ফরোয়ার্ড দিলেন ঝটফট উত্তর, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মেসির বাঁ পা-ই নেব। কারণ আমার ডান পা যথেষ্ট ভালো।’

পা পছন্দ করতে পারলেও নেইমার পারেননি পেলে ও মেসির মধ্য থেকে একজনকে বেছে নিতে। ২৪ বছর বয়সী তারকা এর ব্যাখ্যাও দিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত কখনো পেলের খেলা দেখা হয়নি আমার। তাঁর সম্পর্কে যা জেনেছি সব আমার দাদার কাছ থেকে। তিনি বলতেন তাঁর (পেলের) খেলা সম্পর্কে। আমি মেসিকে দেখেছি এবং সুযোগ হয়েছে তাঁর সঙ্গে খেলার। তাঁরা দুজনই বিস্ময়কর।’ রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে উত্তরেও নৈব্যর্ত্তিদ্ধক নেইমার, ‘ম্যানচেস্টার সিটির চেয়ে রিয়াল মাদ্রিদকে হারানোটা আমার পছন্দ!’ মার্কামন্তব্য