kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১ মার্চ, ২০১৬ ০০:০০



ফ্লপ অব দ্য ডে

৭২ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন তিনি মাঠে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালে নির্ধারিত সময়ের ১৮ মিনিটের সঙ্গে অতিরিক্ত সময় মিলিয়ে খেলা ৪৮ মিনিটে বলার মতো কিছুই করতে পারেননি অ্যাডাম লালানা। সবচেয়ে বড় ভুলটা করেছেন অবশ্য তিনি টাইব্রেকারে। লিভারপুল আগেই দুটো পেনাল্টি মিস করে এমনিতে ছিল চাপে, এরপর তিনিও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে শিরোপা হাতছাড়া হয় লিভারপুলের।


মন্তব্য