নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমনিতেই নিজেদের মাটিতে কিউইরা ভীষণ শক্তিশালী; তার ওপর বাংলাদেশ পাচ্ছে না দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। স্পষ্টতই 'আন্ডারডগ' তকমা লেগে গেছে টাইগারদের গায়ে। তবে এই উপাধি নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ স্টিভ রোড। বাস্তবতা মেনে নিয়েও তার কাছে ব্যাপারটা খুব একটা খারাপ লাগছে না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোডস বলেন, 'আমরা জানি নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয় তুলে নেওয়াটা কত কঠিন, এ বাস্তবতাটা আমরা স্বীকার করি।'
বাংলাদেশ এই সিরিজে 'আন্ডারডগ' কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ব্যাপারটা (আন্ডারডগ) খারাপ নয়। আন্ডারডগ হিসেবে আমরা অনেক সময় অনেককে অবাক করে দিয়েছি। আমি মনে করি নিউজিল্যান্ডও জানে বাংলাদেশকে হারাতে হলে তাদের খুব ভালো ক্রিকেটই খেলতে হবে।'
দীর্ঘ এক মাস জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএলে ব্যস্ত থাকায় প্রস্তুতি নিয়েও সন্দেহ আছে রোডসের, 'বিপিএল খুব কঠিন একটা টুর্নামেন্ট। অনেক ইতিবাচক ব্যাপার আছে এই টুর্নামেন্ট থেকে। তবে টুর্নামেন্টটা খেলোয়াড়দের শরীরের ওপর যথেষ্ট প্রভাব রেখে গেছে। এটির কারণে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিটাও খুব আদর্শ প্রস্তুতি হয়নি। আমি এখন কেবল এটাই বিশ্বাস করি, সঠিক সময়ে ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।'
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...