kalerkantho


অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির নতুন রেকর্ড

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৮অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির নতুন রেকর্ড

ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে ভারত। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ১৬৬ রানের লিড হয়ে গেছে বিরাট কোহলিদের। এই ইনিংসেই ব্যাট হাতে নেমে দারুণ এক রেকর্ড গড়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে দ্রুত এক হাজার রানের রেকর্ড এখন ভারত অধিনায়কের দখলে। 

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৪ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের এক হাজার রান পূর্ণ করেন ভারত দলপতি। আর এজন্য তার সময় লেগেছে মাত্র ১৮ ইনিংস। কোহলির আগে উপমহাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রানের মালিক ছিলেন ভারতের ভিভিএস লক্ষণ। তার সময় লেগেছিল ১৯ ইনিংস।

উপমহাদেশের মধ্যে রেকর্ড গড়লেও, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রান করার ক্ষেত্রে যৌথভাবে শীর্ষে আছেন কোহলি। ইংল্যান্ডের কেন ব্যারিংটন ১৮ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন। তবে নিজের দশম টেস্টে। কোহলি এমন মাইলফলক স্পর্শ করেছেন নিজের নবম টেস্টে।মন্তব্য