kalerkantho


মেসির উচিত জবাব...

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৮ ১৭:২৪মেসির উচিত জবাব...

ছবি : ইনস্টাগ্রাম

পুরো ফুটবল ক্যারিয়ারটাই তার কেটেছে ক্যাম্প ন্যুতে। ইদানিং আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে যোগাযোগ না রাখলেও প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ। ২০১৬ সালে পেপ গার্দিওলা ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার হওয়ার পরে একটা জল্পনা হচ্ছিল যে, মেসি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারেন। এবার এই বিষয়েই মেসিকে খোঁচা মেরে প্রশ্ন করে উচিত জবাব পেলেন এক সাংবাদিক।

দুবাইয়ে ছুটি কাটানোর সময় মেসিকে নাগালে পেয়েছিলেন এক স্প্যানিশ সাংবাদিক। সুযোগ বুঝেই তিনি প্রশ্ন করে বসেন, 'মেসি যদি কোনোদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যান, তবে স্টোকের শীতের মাঝে তিনি কি খেলতে পারবেন?'

জবাবে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার ইংলিশদের স্মরণ করিয়ে দিলেন নিজের জন্মস্থান এবং ছোটবেলার শহর রোজারিওর কথা। যেখানে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার প্রথম খেলা শুরু করেছিলেন।

সেই সাংবাদিকের ভাষ্য, 'আমি মেসিকে জানিয়েছিলাম ইংল্যান্ডের ফুটবলপ্রেমীরা তার সম্পর্কে কী ভাবেন। তাদের ধারণা সে দেশের শীতল ও ভিজে আবহাওয়ার রাতে কিছুতেই মেসি নিজের বিখ্যাত ফুটবলটা খেলতে পারবেন না। এই কথার জবাবে মেসি আমাকে বলল, ইংলিশদের জানা উচিত রোজারিওতে তিনি কেমন মাঠে খেলতেন।'মন্তব্য