kalerkantho

১৭ বছরের বন্ধ্যাত্ব ঘুচাল ইংল্যান্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৮ ১৮:৫৬ | পড়া যাবে ২ মিনিটে১৭ বছরের বন্ধ্যাত্ব ঘুচাল ইংল্যান্ড

ছবি : এএফপি

দীর্ঘ ১৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আজ দ্বিতীয় টেস্ট ৫৭ রানের ব্যবধানে জিতে এক ম্যাচ বাকী রেখেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল সফরকারীরা। ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩০১ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২২৬ রান করেছিল শ্রীলঙ্কা। ক্যান্ডি টেস্ট জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩ উইকেট। অন্যদিকে শ্রীলঙ্কার দরকার ছিল ৭৫ রান। কিন্তু এই হিসাবে মেলাতে পারেনি চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।

উইকেটকিপার নিরোশান ডিকভিলা ২৭ রান নিয়ে পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করেছিলেন। লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলের জয় নিশ্চিত করার দায়িত্বটা ডিকভিলার উপরই ছিল। কিন্তু দিনের ২৯তম বলে ৪৩ বলে ৩ বাউন্ডারিতে ৩৫ রান করা ডিকাভিলা অফ-স্পিনার মঈন আলীর বলে বেন স্টোকসের হাতে ক্যাচ তুলে দিলে সব আশা যেন শেষ হয়ে যায় লঙ্কার।

এরপর মাত্র ২৩ বল টিকতে পারলে ২৪৩ রানেই গুটিয়ে লঙ্কান ইনিংস। ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ ৮৩ রানে ৫টি ও মঈন আলী ৭২ রানে ৪টি উইকেট নেন। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট পেলেন লিচ। ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক সেঞ্চুরিয়ান জো রুট। আগামী ২৩ নভেম্বর কলম্বোতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। গলে সিরিজের প্রথম টেস্ট ২১১ রানের ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর রুটের ক্ষুধা যেন আরো গেছে ইংল্যান্ড অধিনায়ক রুটের। আরও বড় সাফল্য অর্জন করতে চান তিনি, 'দুর্দান্ত একটি টেস্ট ম্যাচ হল। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছিলাম। আমাদের আরও উন্নতি করতে হবে। গেল ১৮ মাস ধরে দলটি বেড়ে উঠেছে কিন্তু আমরা এখানেই থেমে যেতে চাই না। আমরা বিশ্বের এক নম্বর দল হতে চাই এবং তাই বিশ্বের যেকোন কন্ডিশনে আমরা ভালো পারফরমেন্স করতে চাই।'

সিরিজে হেরে ইংল্যান্ডের প্রশংসাই করলেন শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংহে, 'এ বছর আমরা প্রথম টেস্ট সিরিজ হারলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছি। ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। দুটি ম্যাচেই আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। কিন্তু আমাদের চাইতে ইংল্যান্ড বেশি ভালো ক্রিকেট খেলেছে। ম্যাচের ভুলগুল থেকে আমাদের শিখতে হবে।'

মন্তব্য