kalerkantho


কোহলির সঙ্গে ঝামেলা করলেই বিপদ : ডুপ্লেসিস

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৮ ১৬:২৮কোহলির সঙ্গে ঝামেলা করলেই বিপদ : ডুপ্লেসিস

ভারতের বিপক্ষে ম্যাচ থাকলেই প্রতিপক্ষের ভাবনার কেন্দ্রে থাকেন অধিনায়ক বিরাট কোহলি। ভয়ংকর এই ব্যাটসম্যানকে দ্রু প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারলেই ভারতের শক্তি অর্ধেক শেষ হয়ে যায়। আসন্ন সিরিজে কোহলিকে থামানোর কৌশল নিয়েই কাজ করে যাচ্ছে অজিরা। সিরিজের আগে টিম পাইনের দলকে অনেকটা ফ্রিতে পরামর্শ দিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।

তিনি বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েকজন আছে যারা তীব্র লড়াইয়ের পরিস্থিতিতে খেলতে পছন্দ করে। কোহালি তাদের অন্যতম। ম্যাচে যত হাড্ডাহাড্ডি পরিস্থিতি তৈরি হবে, প্রতিপক্ষ যত বেশি ঝামেলা করবে ওর সঙ্গে, ততই তেতে উঠবে ওর ব্যাট।'

'বিদেশের মাটিতে রান করতে পারে না' অপবাদ নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কোহালি সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের মতো ততটা সফল হননি। সেঞ্চুরিয়ানে সেঞ্চুরিসহ ৩টি টেস্টে তার মোট সংগ্রহ ছিল ২৮৬ রান। গড় ছিল ৪৭.৬৬। গত দুই বছরে কোহালি যে রকম স্বপ্নের ফর্মে দৌড়চ্ছেন, তার তুলনায় এটা দারুণ কিছু নয়।

ডুপ্লেসি এখন তাদের কোহালি নিয়ে রণনীতি ফাঁস করে বলছেন, 'বিশ্বে দুই-এক জন ক্রিকেটার আছে, যাদের নিয়ে আমাদের আলাদা করে আলোচনা করতেই হয়। কোহালি সে রকমই এক জন ক্রিকেটার এবং আমাদের দেশে সিরিজ শুরুর আগে ওকে নিয়ে আলাদা করে আলোচনা করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিই, ওকে রাগিয়ে তোলার মতো কিছু একদম বলা যাবে না। কারণ, ও ঠিক সেটাই চায়। ঝামেলা করে কোহালিকে কিছু বলা মানে ও আরও ভালো খেলতে শুরু করবে। কেন নিজেরা হাতে করে সেটা তুলে দেব!'

ইংল্যান্ডে ৫ টেস্টে ৫৯৩ রান করেন কোহালি। তারপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করেন। ডুপ্লেসি বলছেন, 'কোহালি অসামান্য এক ক্রিকেটার। আমরা ঠিক করেছিলাম, ওর জন্য মৌনব্রত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তার পরেও কোহালি রান করে গিয়েছিল। তবু আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় দুর্ধর্ষ কিছু করা থেকে ওকে আমরা আটকাতে পেরেছিলাম।'মন্তব্য