kalerkantho

যত দোষ নন্দ ঘোষের কেন?- প্রশ্ন শাস্ত্রীর

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৮ ১৫:৩৪ | পড়া যাবে ২ মিনিটেযত দোষ নন্দ ঘোষের কেন?- প্রশ্ন শাস্ত্রীর

ঘরের মাঠে ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতের দাপট দেখা যায় নিয়মিত। কিন্তু ঘর থেকে বের হলেই, মানে বিদেশের মাটিতে সেই ভারতকে খুঁজে পাওয়া যায় না। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হার। কয়েক মাস আগে ইংল্যান্ডে ৪-১ ব্যবধানে হার। হেরেছে টি-টোয়েন্টি সিরিজেও। এবার অস্ট্রেলিয়ায় কী হবে? ভারত কি পারবে দুর্বল অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিততে? 

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না ভারতের সামনে। এই চাপ মাথায় নিয়ে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বললেন, 'এখন কোনো দলই বিদেশে সেভাবে জিততে পারে না। নব্বইয়ের দশকে ও শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা অ্যাওয়ে সফরে কিছুটা দাপট দেখিয়েছে। এই দুই দেশ ছাড়া গত ৫-৬ বছরে কোনো দল বিদেশে গিয়ে দাপট দেখাতে পারেনি। তাহলে শুধু ভারতকেই দোষারোপ করা হচ্ছে কেন?'

কিন্তু কেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে টেস্ট সিরিজে হারতে হলো? তিনি বা অধিনায়ক বিরাট কোহালি কি এই ব্যাপারে কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গে? জবাবে শাস্ত্রী বলেন, 'আসল মুহূর্তগুলো ভালো খেলাই লক্ষ্য। আগের দুই সফরে টেস্ট সিরিজের ফলাফল কিন্তু প্রকৃত ছবি তুলে ধরতে পারেনি। টেস্টে রীতিমতো লড়াই হয়েছিল। আমরা আসল মুহূর্তগুলোয় খুব বাজে খেলেছিলাম। যার ফলেই সিরিজ খোয়াতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা চার দিনে হয়তো একদিন একটা সেশনে ঘণ্টাখানেক জঘন্য খেলেছি। ব্যাটিংয়ে বা বোলিংয়ে ব্যর্থ হয়েছি। আর তার ফলই ভুগতে হয়েছে।'

বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিষেধাজ্ঞার জন্য স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এই দুজন ছাড়া অজিদের অবস্থা যে কী করুণ, সেটা প্রতিটি সিরিজেই বোঝা যাচ্ছে। তবে টিম পেইনের দল দুর্বল হয়ে গেছে বলে মনে করেন না শাস্ত্রী। তিনি মনে করেন, 'কোনো দলই ঘরের মাঠে দুর্বল হয় না। যেমন তিন-চারজন ক্রিকেটার না থাকলেও ভারতকে ঘরের মাঠে হারানো কঠিন হয়, তেমনই। তাই অজিদের বিপক্ষে মরা নির্মম ক্রিকেট খেলব।'

মন্তব্য