kalerkantho


সমর্থকদের ওপর হতাশ গার্দিওলা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৮ ১৭:০৯সমর্থকদের ওপর হতাশ গার্দিওলা

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পেপ গার্দিওলা। ছবি : এএফপি

মঙ্গলবার ইউক্রেনে শাখতার ডনেস্কের বিপক্ষে ম্যাচের আগে ম্যান সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বেশ উদ্বিগ্ন। কারণ এখনও লিঁও ম্যাচের স্মৃতি ভুলতে পারেননি তিনি। দ্বিতীয়ত ইউক্রেনের প্রবল ঠান্ডা। এই মুহূর্তে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ম্যাঞ্চেস্টারের চেয়ে যা ৫ ডিগ্রি কম। সোমবার খারকিভের মেটালিস্ট স্টেডিয়ামে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই অনুশীলন করেন ম্যান সিটির ফুটবলারেরা।

গার্দিওলা হতাশ ম্যান সিটির সমর্থকদের নিয়েও। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, 'চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। কিন্তু তার জন্য যথেষ্ট উদ্যমের অভাব রয়েছে। একটা দল তখনই চ্যাম্পিয়ন হয়, যখন ফুটবলার, কোচিং স্টাফ থেকে সমর্থক- সবাই মরিয়া হয়ে ওঠে।'

শাখতারের বিপক্ষে ম্যাচে আগে ম্যান সিটি ম্যানেজারের এই মন্তব্যে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন এই মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা গার্দিওলাই দিয়েছেন। বলেছেন, 'গত মৌসুমের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, আমরা এখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তৈরি নই। যদিও তার মানে এই নয় যে, আমরা চেষ্টা করব না।'

এর পরেই লিঁও ম্যাচে ব্যর্থতার প্রসঙ্গ টেনে আনেন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে দুই বার চ্যাম্পিয়ন করা ম্যানেজার। তিনি বলেছেন, 'প্রথম ৪৫ মিনিট ছাড়া আমরা লিঁও বিপক্ষে একেবারেই স্বাভাবিক খেলা খেলতে পারিনি। তবে প্রত্যেক দিন ফুটবলারদের দেখে বুঝেছি, ওরা খেলাটা বেশ উপভোগ করছে। এবং সেরাটা দেওয়ার জন্য উজ্জীবিতও।'  মন্তব্য