kalerkantho


১০০ বছরের রেকর্ড ভেঙ্গে হোল্ডারের অবিশ্বাস্য বোলিং গড়!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৮ ১৯:৫৬১০০ বছরের রেকর্ড ভেঙ্গে হোল্ডারের অবিশ্বাস্য বোলিং গড়!

ছবি : এএফপি

ইতিমধ্যে ভারতের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি টেস্টই তারা তিন দিনে হেরেছে। রাজকোটে প্রথম টেস্ট খেলেননি অধিনায়ক জেসন হোল্ডার। তবে হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত অল-রাউন্ড পারফর্মেন্সে দেখিয়েছেন তিনি। একাই ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হেরে বসেছে তার দল।

হায়দরাবাদ টেস্টেই টেস্ট ক্রিকেট ইতিহাসে ১শ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এক বছরে অন্তত ৩০ উইকেট শিকারীর গড়ের তালিকায় এ রেকর্ড গড়েন তিনি। চলতি বছর ৬ ম্যাচে ১১.৮৭ গড়ে ৩৩ উইকেট নেন হোল্ডার।

এতদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন পাকিস্তানের শোয়েব আকতার। ২০০৩ সালে ১২.৩৬ গড়ে ৩০ উইকেট নিয়েছিলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' খ্যাত সাবেক এই গতিদানব। উল্লেখ্য, হায়দরাবাদ টেস্টে ২৩ ওভার বল করে ৫ মেডেনসহ মাত্র ৫৬ রান দিয়ে হোল্ডার নিয়েছেন ৫ উইকেট। ইকনোমি রেট মাত্র ২.৪৩। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানে :

সেরা বোলিং গড় সর্বশেষ ১০০ বছরের (অন্তত ৩০ উইকেট)

খেলোয়াড়

বছর

উইকেট

গড়

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

২০১৮

৩৩

১১.৮৭

শোয়েব আকতার (পাকিস্তান)

২০০৩

৩০

১২.৩৬

রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)

১৯৮৪

৩৫

১৩.২০

ইমরান খান (পাকিস্তান)

১৯৮২

৬২

১৩.২৯

ইমরান খান (পাকিস্তান)

১৯৮৬

৩৩

১৪.২১

ওয়াকার ইউনিস (পাকিস্তান)

১৯৯৩

৫৫

১৫.২৩

গ্লেন ম্যাকগ্রা (পাকিস্তান)

২০০০

৩৯

১৫.৫৮

খান মোহাম্মদ (পাকিস্তান)

১৯৫৫

৩৫

১৫.৮৫

কর্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)

১৯৯০

৩৪

১৬.০৫

কর্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)

১৯৯৩

৩৩

১৬.০৯

 মন্তব্য