kalerkantho


মেসির পূজা করবেন না : ম্যারাডোনা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৮ ১১:০০মেসির পূজা করবেন না : ম্যারাডোনা

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে আর পূজা করতে নিষেধ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এমনটিই বললেন।

সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘আর মেসির পূজা করবেন না। বার্সেলোনার মেসি এক রকম আর আর্জেন্টিনার জার্সি পড়লে সে অন্য রকম।’

তিনি আরোও বলেন, ‘সে একজন বিশ্বমানের খেলোয়াড়। সে নেতা হতে চায়। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোটা অবান্তর।”

২০০৮ থেকে ১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচিং করানোর দায়িত্বে থাকেন এই কিংবদন্তি ফুটবলার। তিনি বলেন, আমি দায়িত্বে থাকলে তাকে ফোন করব না, কিন্তু কখনোই বলব না। তাকে আমাদের চাপ নিতে হবে।’মন্তব্য