kalerkantho

ইনজুরিতে ছিটকে গেলেন ইমাম-উল-হক

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১৮:৩৫ | পড়া যাবে ১ মিনিটেইনজুরিতে ছিটকে গেলেন ইমাম-উল-হক

অস্ট্রেলিযার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক। অজিদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার ফিল্ডিং করার সময় কনুই আঙ্গুলে আঘাত পেয়ে দ্বিতীয় ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিধ্বংসী এই তরুণ ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় আজ হাতের আঙ্গুলে আঘাত পান ২২ বছর বয়সী এ বাঁ-হাতি ওপেনার। পরবর্তীতে তার আঙ্গুলে চিড় ধরা পড়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জানান, 'ফিল্ডিং করার সময় ইমামের বা হাতের কনুই আঙ্গুলে চিড় ধরা পড়েছে এবং আগামী ১৬ অক্টোবর আবু ধাবিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।'

চলতি বছরের মে মাসে অভিষেক হওয়ার পর নিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দুই ইনিংসে ইমাম যথাক্রমে ৭৬ ও ৪৮ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আাগমী ২৪ অক্টোবর আবুধাবিতে শুরু হতে চলা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে ইমামকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হবে।

মন্তব্য