আদালত প্রাঙ্গণে আইনজীবির সঙ্গে হুগো লরিস। ছবি : এএফপি
দেড়মাস আগেই দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ শিরোপা। কিন্তু তার মানে যা ইচ্ছা তাই করবেন এটা তো হতে পারে না। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়েছিলেন। হাজতবাসের মতো বড় শাস্তি হতেই পারত। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস তার হাত থেকে বাঁচলেন বটে, তবে ২০ মাস গাড়ি চালাতে পারবেন না তিনি।
গত ২৪ অগস্ট লন্ডনে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়েন লরিস। ইংল্যান্ডে যে পরিমাণ অ্যালকোহল সেবন করে গাড়ি চালানো আইনের মধ্যে, তার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল নিয়েছিলেন তিনি। এক বিবৃতিতে এ জন্য ক্ষমাও চান তিনি। কিন্তু বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপারকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে হাজিরা দিয়েছিলেন লরিস। সেখানেই তার আইনজীবী লরিসের ক্ষমা প্রার্থনার কথা জানান। এই অপরাধের জন্য ৬ মাসের হাজতবাসের বিধান আছে দেশটির আইনে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...