ছবি : এএফপি
ইউএস ওপেনের ফাইনালে মার্টিন দেল পোত্রোকে সহজে হারিয়ে ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নোভাক জকোভিচ। ৩১ বছর বয়সী এই সার্বিয়ান তারকা ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন। একইসঙ্গে নাম লেখান রেকর্ড বুকে। প্রতিদ্বন্দ্বী দেল পোত্রো রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে তৃতীয় ও ষষ্ঠ বাছাইয়ের লড়াই যতটা টানটান হওয়া উচিত, তার কিছুই হয়নি। বড় মঞ্চে বরাবর সফল হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বজিমাত করেন জকোভিচ। দেল পোত্রোকে স্ট্রেট সেটে পরাজিত করে ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন শিরোপা জিতেন তিনি। একই সঙ্গে সর্বাধিক মেজর ট্রফি জয়ের রেকর্ডে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে।
গত জুলাইয়ে উইম্বলডন জেতা জকোভিচ বিশ্বের চার নম্বর খেলোয়াড় হিসেবে ব্যাক টু ব্যাক গ্র্যান্ড স্লাম জিতলেন। এ নিয়ে গ্র্যান্ড স্লামের দুটি ফাইনাল খেলেছেন দেল পোত্রো। আর্জেন্টাইন এই খেলোয়াড় এর আগের ফাইনালটি খেলেছিলেন ২০০৯ সালে। এদিন যে কোর্টে খেলে ইউএস ওপেন খেতাব জোকো তুলে নিলেন সেখানেই জীবনের ১৪তম গ্রান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন পিট সাম্প্রাস।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...