kalerkantho


বেন স্টোকসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৮ ১৬:৫৪বেন স্টোকসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত!

ছবি : এএফপি

মামলা থেকে খালাস পাওয়া দলের অল-রাউন্ডার বেন স্টোকসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস। তার মামলার কারণে আইনগতভাবে দল ও বোর্ডের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে তা উল্লেখ করে বেইলিস বলেন, তার জন্য গত ১১ মাসে বেশ চাপে ছিলো ইসিবি এবং ক্রিকেটাররা। তাই স্টোকসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

গত বছর সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি পানশালার বাইরে মারামারির ঘটনায় স্টোকসের বিরুদ্ধে আদালতে মামলা হয়। শেষ পর্যন্ত গত মঙ্গলবার আদালত তাকে বেকসুর খালাস পান স্টোকস।

তবে স্টোকসের এমন কুকীর্তির জন্য গত এগার মাস দলের খেলোয়াড় ও বোর্ডকে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে মনে করেন ইংল্যান্ডের কোচ বেইলিস। তাই সেই কারণে এখনই স্টোকসের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বেইলিস। তিনি বলেন, ‘আমার মনে হয় দলের ক্রিকেটারদের কাছে, টিম ম্যানেজমেন্ট এবং ইসিবির কাছে স্টোকসের ক্ষমা চাওয়া উচিত।'

'গত এগার মাস তাকে নিয়ে আমরা সবাই বেশ চিন্তায় ছিলাম। আমাদের ওপর দিয়েও ঝড় গেছে। এটি সে বুঝতে পারলে তার ও আমাদের জন্যই মঙ্গলজনক।’

স্টোকস বেকসুর খালাস পাওয়ায় দল ও বোর্ডের পাশাপাশি তিনি নিজেও নিশ্চিন্ত জানান বেইলিস। তিনি বলেন, 'স্টোকসের ব্যাপারে আমি এখন নিশ্চিন্ত। আমি মনে করি, বোর্ডও এখন বেশ নির্ভার। সব কিছু মিটে যাওয়ায় আনন্দও হচ্ছে। সে ইংল্যান্ড দলে ফেরাতেও আমিও খুশি।'

দলে ফিরলেও ভারতের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে স্টোকসকে খেলানো হবে কি-না তা স্পষ্ট করেননি বেইলিস। তিনি বলেন, 'ট্রেন্টব্রিজ টেস্টে স্টোকসকে চূড়ান্ত একাদশে রাখা হবে কি না তা এখন নিশ্চিত নয়।'

আগামীকাল থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।মন্তব্য