kalerkantho


ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফ্রান্স, আর্জেন্টিনা ১১ ব্রাজিল তিন

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৮ ১৬:৪৬ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফ্রান্স, আর্জেন্টিনা ১১ ব্রাজিল তিন

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর থেকে সবারই জানা ছিল, দলটি র‍্যাংকিংয়ে অনেক পিছিয়ে যাবে। ফিফা র‍্যাংকিংয়ে সেটারই প্রতিফলন ঘটলো।

তবে কেবল আর্জেন্টিনা একাই নয়, পরিবর্তন এসেছে অন্য দলগুলোরও। বিশ্বকাপের আগে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা জার্মানি ছিটকে নেমে গেছে ১৫ নম্বরে। অন্যদিকে চ্যাম্পিয়ন ফ্রান্স উঠে এসেছে শীর্ষে।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছয় ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমে গেছে। তবে ব্রাজিল রয়েছে তিন নম্বরে। দুই নম্বরে এসেছে বেলজিয়াম। রানারআপ ক্রোয়েশিয়া উঠে এসেছে চার নম্বরে।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দেশ

১. ফ্রান্স – ১৭২৬ পয়েন্ট
২. বেলজিয়াম – ১৭২৩ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৬৫৭ পয়েন্ট
৪. ক্রোয়েশিয়া – ১৬৪৩ পয়েন্ট
৫. উরুগুয়ে – ১৬২৭ পয়েন্ট
৬. ইংল্যান্ড – ১৬১৫ পয়েন্ট
৭. পর্তুগাল – ১৫৯৯ পয়েন্ট
৮. সুইজারল্যান্ড – ১৫৯৭ পয়েন্ট
৯. স্পেন – ১৫৮০ পয়েন্ট
১০. ডেনমার্ক – ১৫৮০ পয়েন্টমন্তব্য