kalerkantho


সিরিজ জিতেও র‌্যাংকিংয়ে পেছাল দক্ষিণ আফ্রিকা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ১৪:২৭সিরিজ জিতেও র‌্যাংকিংয়ে পেছাল দক্ষিণ আফ্রিকা

শ্রীলংকা সফরে সদ্য সমাপ্ত ওয়াডে সিরিজ জিতেও আইসিসি র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। কলম্বোতে সদ্য শেষ হওয়া পাঁচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। তবে শ্রীলংকার র‌্যাংকিংয়ে কোনো হেরফের হয়নি। তিন পয়েন্ট বাড়লেও লংকানরা আছে অষ্টম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী বাংলাদেশ আছে সপ্তম স্থানে ৯২ পয়েন্ট নিয়ে। ১১২ পয়েন্ট ধারী নিউজিল্যান্ডের চেয়ে এক পয়েন্ট বেশি ১১৩ নিয়ে তৃতীয় স্থানে থেকে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু করে ওটিস গিবসনের সদস্যরা। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দুই ম্যাচ জিতে ব্যবধান কমায় স্বাগতিক লংকানরা। ফলে তিন পয়েন্ট কমে ১১০ নিয়ে চতুর্থ স্থানে নেমে যায় দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় স্থানে উঠে আসে নিউজিল্যান্ড। ১২৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১২১। বাংলাদেশের চেয়ে আট পয়েন্ট বেশি নিয়ে ষষ্ঠ স্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে পাকিস্তান। দশ নম্বরে থাকা আফগানিস্তানের উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাংক দল পয়েন্ট ১ ইংল্যান্ড ১২৭২, ভারত ১২১৩, নিউজিল্যান্ড ১১২৪, দক্ষিণ আফ্রিকা ১১০৫, পাকিস্তান ১০৪৬, অস্ট্রেলিয়া ১০০৭, বাংলাদেশ ৯২৮, শ্রীলংকা ৮০৯, ওয়েস্ট ইন্ডজ ৬৯১০, আফগানিস্তান ৬৩।মন্তব্য