kalerkantho


৮ মিনিটেই নতুন ক্লাবের জার্সিতে রোনালদোর গোল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৮ ১৪:৩৪৮ মিনিটেই নতুন ক্লাবের জার্সিতে রোনালদোর গোল

সিআর সেভেনের সেই বাইসাইকেল কিক। ছবি : এএফপি

স্রেফ একটা অনুশীলন ম্যাচ। সেটাও আবার নিজেদের 'বি' টিমের সঙ্গে। কিন্তু এই ম্যাচ নিয়ে আগ্রহ সারা ফুটবল বিশ্বের। গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই। কারণ এই অনুশীলন ম্যাচে প্রথমবারের মতো জুভেন্তাসের জার্সিতে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমেই ভক্তদের জন্য গোল উপহার দিয়ে দিলেন পর্তুগিজ সুপারস্টার। সেটাও আবার ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায়!

ইতালীয় মৌসুমের শুরুতে জুভেন্তাসের সিনিয়র ও জুনিয়র দলের মধ্যকার এই ম্যাচ তুরিনের ঐতিহ্য। ম্যাচটিতে রোনালদোই ছিলেন মূল আকর্ষণ। রোনালদোকে দেখার জন্য দর্শকদের হুড়াহুড়ির কারণে ২০ মিনিট আগে বন্ধ হয়ে যায় ম্যাচটি। তার আগ পর্যন্ত জুভেন্তাসের মূল দল এগিয়ে ছিল ৫-০ গোলে। জোড়া গোল করেছেন পাওলো দিবালা। রোনালদো নিজে গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছেন।

এই ম্যাচ দিয়ে সিআর সেভেন প্রমাণ করে দিলেন, তিনি শুধু রিয়াল মাদ্রিদের জার্সিটাই বদলেছেন, নিজের পারফর্মেন্সে এতটুকু মরচে পড়েনি। তাকে নিয়ে যেসব নেতিবাচক আশংকা করছেন ফুটবল বিশেষজ্ঞরা, সেগুলোও মিথ্যা প্রমাণ করার পর্ব শুরু হলো এই ম্যাচ থেকেই।মন্তব্য