kalerkanthoশোকে দুঃখে যা করেছিলেন নেইমার

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৮ ১৭:২৩শোকে দুঃখে যা করেছিলেন নেইমার

আগের আসরে ঘরের মাঠে শিরোপার কাছে যাওয়া হয়নি। এবার রাশিয়া বিশ্বকাপেও হেক্সা মিশনে থাকা ব্রাজিল বিদায় নিয়েছে কোয়র্টার ফাইনাল থেকে। সুপারস্টার নেইমার ইনজুরি কাটিয়ে ফিরে পায়ের ভেলকি খুব একটা দেখাতে পারেননি। উপরন্তু সমালোচতি হয়েছেন অকারণে ডাইভ দিয়ে। চারদিকে সমালোচনার ঝড়ের মাঝে প্রচণ্ড শোকাহত হয়ে পড়েছিলেন নেইমার। অবশেষে তা কাটিয়ে উঠতে পেরেছেন।

বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার বলেছেন, 'আমি শোকের মধ্যে ছিলাম। আমার মন খুব খারাপ ছিল। তবে তা কেটে গেছে। আমার ছেলে আছে; পরিবার ও বন্ধুরা আছে। তারা আমাকে বিষণ্ন দেখতে চায় না।'

বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ২ গোল করেছিলেন নেইমার। যা তার নামের সুবিচার করতে পারেনি। জানা গেছে, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নেইমার বিশ্বকাপের আর কোনো খেলা দেখেননি। এমনকি যে বলটা তার জীবনের অত্যাবশ্যকীয় অংশ; সেই বলটাও দেখতে ইচ্ছে হতো না! সেইসঙ্গে তার 'অভিনয়' নিয়ে সারাবিশ্বে ট্রলিং চলছিল। এমনকী প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল! এসবই মানসিকভাবে কষ্ট দিয়েছে ২৬ বছর বয়সী তারকাকে।

নিজের বিরুদ্ধে 'অভিনয়' এর অভিযোগ নিয়ে নেইমার বলেছেন, 'এসব আমি রসিকতা হিসেবেই নিয়েছি। আমি খেলতে, প্রতিপক্ষকে হারাতে বিশ্বকাপে গিয়েছিলাম; লাথি খেতে নয়। আমাকে নিয়ে সমালোচনাগুলো ছিল অতিরঞ্জিত। তবে আমি পরিণত, এসব সামলে নেওয়ায় আমি অভ্যস্ত।'মন্তব্য