kalerkanthoভারতীয় টেস্ট দলে মোহাম্মদ শামি, উপেক্ষিত রোহিত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৮ ০১:৫১ভারতীয় টেস্ট দলে মোহাম্মদ শামি, উপেক্ষিত রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে একাধিক চমক দেখা গেল। বেশ কিছুদিন পরে টেস্ট দলে ফিরলেন পেসার মোহাম্মদ শামি। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ট। তবে আবার উপেক্ষিত হলেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।

আগামী ১ অগাস্ট থেকে এজবাস্টনে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় দল চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। গতকাল তৃতীয় একদিনের ম্যাচে কোমরে চোট পাওয়ায় টেস্ট সিরিজে পেসার ভুবনেশ্বর কুমার খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি ভুবনেশ্বরকে। একদিনের সিরিজে খেলতে না পারলেও, অপর এক পেসার জাসপ্রিত বুমরাহ অবশ্য দ্বিতীয় টেস্ট থেকেই খেলতে পারবেন বলে জানা গিয়েছে।

ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালী বিজয়, চেতশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্ট, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুর।মন্তব্য