kalerkantho


সিরিজ হারের লজ্জা : কোহলিদের সমালোচনায় গাঙ্গুলী

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১৮:৪৮সিরিজ হারের লজ্জা : কোহলিদের সমালোচনায় গাঙ্গুলী

ইংল্যান্ডের মাটিতেই পূর্বের অবস্থার কোনো পরিবর্তন হলো না ভারতের। অনেক পরিকল্পনা নিয়ে খেলতে গিয়েও ওয়ানডে সিরিজ হারতে হলো ২-১ ব্যবধানে। এমন হারের পর ভারতীয় দলের সমালোচনা করেছেন সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। লোকেশ রাহুলকে শেষ ওয়ানডেতে বাদ দেওয়ার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন তিনি। সমালোচনা করলেন বাকীদেরও। শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খুঁইয়েছে বিরাট কোহলির দল।

একটি টিভি চ্যানেলে সৌরভ বলেছেন, 'চোখ বন্ধ করেও রাহুল যাবে ৪ নাম্বারের জন্য পারফেক্ট। সেরা চার ব্যাটসম্যানকেই নামাতে হবে প্রথমে। আর তাদের উপর ভরসা রাখতে হবে। রাহুলকে গিয়ে বলা উচিত, তোমাকে ১৫টা ম্যাচ দেওয়া হচ্ছে। যাও, গিয়ে খেল।'

পরিসংখ্যান বলছে, প্রথম তিন জনের কেউ হাফ সেঞ্চুরি না করলে দেড়শর বেশি রান তাড়া করতে সমস্যায় পড়ছে ভারত। প্রথম তিন জনের উপর এই নির্ভরতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন সৌরভ। তার কথায়, 'এটা বড় সমস্যা। যার সমাধান ভারতকে অবিলম্বে করতে হবে। দক্ষতার কোনো বিকল্প নেই। এটা থাকতেই হবে। যা ইংল্যান্ডের আছে।'

ইংল্যান্ডকে প্রশংসায় ভাসিয়ে এই বিখ্যাত অধিনায়ক বলেছেন, 'ভারত জঘন্য বোলিং করেছে। সে তুলনায় ইংল্যান্ড অনেক ভালো করেছে। মরগ্যানকে কৃতিত্ব দিতেই হবে সিরিজের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি সুপার সিদ্ধান্ত নেওয়ার জন্য। একটি হলো, লর্ডসে আগে ব্যাট করে ভারতকে চাপে ফেলা। আর কন্ডিশন দারুণ ভাবে বুঝতে পারা। এই ম্যাচেও তাই ঘটল। আমরা তার দুটি সিদ্ধান্তেই অবাক হয়েছিলাম। মরগ্যান কিন্তু আমাদের ভুল প্রমাণিত করেছে।'

তবে ভারতীয় দলের উপর ভরসা হারাচ্ছেন না কলকাতার মহারাজ।  তার ভাষায়, 'আমি কিন্তু একবারও বলছি না যে, এই ভারতীয় দল খারাপ। বিরাট কোহালি, শিখর ধাওয়ান, রোহিত শর্মারা ভালো খেললে এই দলকেই অপ্রতিরোধ্য লাগে। কিন্তু যখন ওরা ভালো খেলতে পারে না, তখন দলকে অন্য রকম দেখায়।'মন্তব্য