kalerkanthoঅধিনায়ক হিসেবে দ্রুত তিন হাজার রান কোহলির

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৮ ২২:৪০অধিনায়ক হিসেবে দ্রুত তিন হাজার রান কোহলির

আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজ যেন বিরাট কোহালির রেকর্ডের সিরিজ হয়ে উঠেছে। দুটো রেকর্ড আগেই করে ফেলেছিলেন তিনি। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিরাটের মুকুটে যুক্ত হল আরো একটি পালক। অধিনায়ক হিসেবে দ্রুততম তিন হাজার রান করে ফেললেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ হয়ে যাওয়ায় আজকের এই ম্যাচ দুই দলের জন্য ফাইনালের রূপ নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচেও রেকর্ডে পা রাখলেন তিনি। যদিও তা জেনে তিনি ব্যাট করেছেন এমনটা নয়। কোনো রেকর্ডের ক্ষেত্রেই যে তিনি তা জেনে নেমেছেন এমনটা নয়। খেলার ছন্দেই হয়ে গিয়েছে একটার পর এক রেকর্ড।

এই ৩ হাজার রান করতে বিরাট কোহালি নিলেন ৪৯টি ইনিংস। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের থেকে ১১টি ইনিংস এগিয়ে থাকলেন তিনি। ডিভিলিয়ার্স নেমে গেলেন দ্বিতীয় স্থানে। তার তিন হাজার রান করতে লেগেছিল ৬০ ইনিংস। ধোনি এই রানে পৌঁছেছিলেন ৭০ ইনিংসে। সৌরভ ৭৪ ইনিংসে তিন হাজার রানে পৌঁছেছিলেন।মন্তব্য