kalerkanthoম্যাচে ২২ গোল! এভারটনের অস্বাভাবিক জয়!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৮ ১৯:০৭ম্যাচে ২২ গোল! এভারটনের অস্বাভাবিক জয়!

সেই ম্যাচের একটি দৃশ্য। ছবি : টাইমস ডট ইউকে

মাঠে ফুটবল খেলা হচ্ছে, এক দলে শুধু গোল দিয়েই যাচ্ছে; অন্য দলের কোনো খবরই নেই! তারা শুধু খেয়েই যাচ্ছে! নিশ্চয়ই এমন ম্যাচ নিয়ে প্রশ্ন উঠবেই। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব এটিভি ইর্ডনিংয়ের বিপক্ষে এমন ঘটনা ঘটিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। নতুন কোচ মার্কো সিলভার অধীনে ২২-০ গোলের অস্বাভাবিক এক জয় তুলে নিয়েছে ক্লাবটি!

গত প্রিমিয়ার লিগের মৌসুমে টফিসরা মাত্র ১৬টি অ্যাওয়ে গোল করতে পেরেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার মাটিতে একটি ম্যাচেই তারা এই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। কেভিয়ান মিরালাস সর্বোচ্চ ৫ গোল করেছেন। যার সবগুলোই ছিল বিরতির পরে। ম্যাচে চারজন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।

১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন। তুরষ্কের ফরোয়ার্ড সেঙ্ক টোসান করেছেন ৪ গোল। ওমার নিয়াসেও হ্যাটট্রিকসহ করেছেন চার গোল। এছাড়া আডেমোলা লুকম্যান হ্যাটিট্রক করেছেন। বাকি গোলগুলো এসেছে ডিফেন্ডার মাইাকলে কেন, লেইটন বেইনেস, নিকোলাস ভ্লাসিক ও ম্যাসন গোলগেটের কাছ থেকে।

চলতি মৌসুমে শুরুতে ৪১ বছর বয়সী সিলভা ওয়াটফোর্ড থেকে এভারটনে যোগ দিয়েছেন।মন্তব্য