kalerkantho


মেসিকে অপমানই করলেন ক্রোয়েশিয়ান ফুটবলার!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৮ ২১:৪৩মেসিকে অপমানই করলেন ক্রোয়েশিয়ান ফুটবলার!

ছবি : এএফপি

সুযোগ যখন একটা পাওয়া গেছে, সেটার সদ্ব্যাবহার করাই ভালো। সবাই এমনটা মনে না করলেও ক্রোয়েশিয়ান উইঙ্গার আন্তে রেবিচ সুযোগটা নিয়েছেন। বৃহস্পতিবার রাতে ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারানোর পর ফুটবল জাদুকর লিওনেল মেসিকে অপমান করতেও ছাড়লেন না তিনি! এমনিতেই নিজের দেশে অপাঙ্কেয় হয়ে গেছেন মেসি; তার ওপর রেবিচের এই বক্তব্য তাকে নিশ্চয়ই পীড়া দেবে।

মেসির জার্সি পাওয়া সমর্থক তো বটেই; অনেক ফুটবলারের কাছেও বিরাট ব্যাপার। কিন্তু ওই ম্যাচে আর্জেন্টিনার খেলা দেখে নাকি তার এতটাই বাজে লেগেছিল যে, মেসির সঙ্গে জার্সি বদল করতেও নাকি মন চায়নি! ওই ম্যাচে আর্জেন্টাইন গোলকিপার কাবায়েরোর শিশুসুলভ এক ভুলে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন রেবিচ।

আজ এক সাক্ষাতকারে তিনি বলেছেন, 'সত্যি বলছি, আমার বন্ধুর জন্য মেসির জার্সিটা পেতে চেয়েছিলাম। আমার বন্ধু লিওর খুব বড় ভক্ত। কিন্তু আর্জেন্টিনা দল এতটাই বাজে খেলেছে যে তার কাছ থেকে জার্সি চাওয়ার কথা আর মাথাতেই আসেনি!'

আর্জেন্টিনার ফুটবলাররা ব্যবহার জানেন না বলেও অভিযোগ রেবিচের, 'ওদের ব্যবহারেও আমি খুব হতাশ। পরিচ্ছন্ন ফুটবলের অভাব দেখেও হতাশ হয়েছি। ওরা যেভাবে আমাদের খেপানোর চেষ্টা করছিল, সে কথা নাই-বা বলি। একজন ক্রীড়াবিদের জানা উচিত, কীভাবে পরাজয় মেনে নিতে হয়। সত্যিকার অর্থে আমি আরও ভালো কিছু আশা করেছিলাম।'মন্তব্য