kalerkantho


'নেইমারের মানের খেলোয়াড় কুতিনহো'

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৮ ১৮:৩৬'নেইমারের মানের খেলোয়াড় কুতিনহো'

শুক্রবার রাতে গোলের পর কুতিনহোকে নেইমারের অভিনন্দন। ছবি : এএফপি

চলতি রাশিয়া বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করেছেন ব্রাজিলের তরুণ সেনসেশন ফিলিপে কুতিনহো। অন্যদিকে শুক্রবার কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপে প্রথম গোল পেয়েছেন সুপারস্টার নেইমার। জাতীয় দলে বার্সেলোনা মিডফিল্ডারের পারফর্মেন্স দেখে তাকে নেইমারের সঙ্গে তুলন করেছেন কোস্টারিকার অধিনায়ক ব্রায়ান রুইস।

তিনি বলেছেন, 'আমি মনে করি তাদের দুজনেরই অনেক বেশি দক্ষতা আছে। নেইমার ও কুতিনহো যখন একই সঙ্গে একই ম্যাচে ভালো করে তা ব্রাজিলের জন্য একটা বড় পার্থক্য গড়ে দেয়। আমি মনে করি, তারা একই মানের।'

সেন্ট পিটাসবুর্গে শুক্রবার রাশিয়া বিশ্বকাপের 'ই' গ্রুপের ম্যাচে কোস্টা রিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। যোগ করা সময়ের ৯১তম মিনিটে দলকে এগিয়ে দেন কুতিনহো। এরপর ৯৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। গত বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সাফল্য দেখিয়ে শেষ আটে পৌঁছেছিল কোস্টারিকা। এবারে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। তবে সেজন্য নিজেদের ব্যর্থতার চেয়ে ব্রাজিলের দক্ষতাকে বড় করে দেখন রুইস।

তিনি আরও বলেন, 'ব্রাজিলের মান আছে, তাদের সেই মাপের খেলোয়াড় এবং অভিজ্ঞতাও আছে। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পরের পর্বে ওঠা এবং আমি মনে করি তারা এটা পারবে। শেষ ষোলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দক্ষতা আর অভিজ্ঞতা। আমি মনে করি ব্রাজিলের তা আছে।'মন্তব্য