kalerkantho


কাঁদলেন নেইমার (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৮ ০০:৫৫কাঁদলেন নেইমার (ভিডিও)

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এসে অবশেষে হতাশা কাটে ব্রাজিলের। খেলার একবারে শেষ মুহূর্তে এসে জয়ের দেখা পেল ব্রাজিল। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিলিয়ানরা। 

ব্রাজিল-কোস্টারিকার প্রথমার্ধ-দ্বিতীয়ার্ধে কোনো গোলই পায়নি কেউ। কোস্টারিকার `ডিফেন্ডার পালোয়ানরা` আটকে রেখেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান তারকাদের। কিন্তু অতিরিক্ত সময়ের সুযোগ মিস করলেন না মিডফিল্ডার কুতিনহো আর সেরা স্ট্রাইকার নেইমার। ২-০ গোলে এগিয়ে যায় নেইমারের দল।

এরপরই মাঠে দেখা গেল আনন্দ-অশ্রুর খেলা। ম্যাচ শেষ, মাঠেই হাঁটু গেড়ে বসে পড়লেন ব্রাজিল তারকা নেইমার। চোখের জল ফেললেন সবুজ ঘাসে। আর এ জল তার কষ্টের নয়, আনন্দের। আনন্দ-আপ্লুত এ জন্যই বলতে হবে, একেতো রাশিয়া বিশ্বকাপ মিশনে সেলাসাওদের এটি প্রথম জয়, আবার তার প্রথম গোল।

কান্না দেখে এটাই মনে হচ্ছিল, কোটি কোটি দর্শক-সমর্থকদের আনন্দ দিতে পেরে আপ্লুত নেইমার।মন্তব্য