kalerkantho


সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন এমবাপে

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুন, ২০১৮ ০৮:৫৯সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন এমবাপে

২১তম ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পেরুর বিপক্ষে ৩৪ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। এর ফলে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার নতুন রেকর্ড গড়লেন এমবাপে। বর্তমানে এমবাপের বয়স ১৯ বছর ১৮৩ দিন।

রেকর্ড গড়ে ডেভিড ত্রেজেগুয়েত ও থিয়েরি অঁরিকে পেছনে ফেলেন এমবাপে। ২০ বছর বয়সে বিশ্বকাপ আসরে গোল করেছিলেন ত্রেজেগুছেু ও অঁরি।মন্তব্য