kalerkantho


আর্জেন্টিনাকে ঠেকাতে একাদশে পরিবর্তন 'আনছে' ক্রোয়েশিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৮ ১৭:২৭আর্জেন্টিনাকে ঠেকাতে একাদশে পরিবর্তন 'আনছে' ক্রোয়েশিয়া

‘ডি’ গ্রুপের সব দলের খেলা প্রথমবার করে শেষ হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রয়েছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে ২-০ গোলের জয় পেয়েছে দলটি। এতে করে তারা পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে। বৃহস্পতিবার সেই দলটি আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

যদিও আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে। সে কারণে দলে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে আর্জেন্টিনা।

অন্যদিকে প্রথম ম্যাচে ভালো খেলেও আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন নিয়ে আসার কথা ভাবছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিচ ইতোমধ্যেই সে ধরনের ইঙ্গিত দিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে আসার কথা বলেছেন তিনি।

তার কথায় উঠে এসেছে, ডিফেন্ডার ইভান স্ট্রিনিচের বদলে দলে  ভেদরান করলুকাকে নিয়ে আসতে পারেন। ডেজান লভরেন এবং দোমাগজ ভিদার সাথে রক্ষণ ভাগ সামলানোর দায়িত্ব থাকবেন করলুকা।

এর বাইরে ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের বদলে অ্যাটাকিং মিডফিল্ডার মিলান বাদেলজকে নিতে পারেন। মারিও মানজুকিচের সাথে আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে বাদেলজের কাঁধে।মন্তব্য