kalerkantho১-০ গোলে এগিয়ে সেনেগাল

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ২১:৫৩১-০ গোলে এগিয়ে সেনেগাল

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমে ১-০ গোলে এগিয়ে আছে সেনেগাল। আগে থেকেই সবার প্রত্যাশা দু'টি দলের মধ্যে খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে। অন্তত দু’দলের একাদশ দেখে সেটাই মনে করেছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০০২ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেই হইচই ফেলে দিয়েছিল সেনেগাল। সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল দলটি।

সেই দলের সদস্য ছিলেন সিসে। দীর্ঘ ১৬ বছর বিশ্বকাপের মঞ্চে অনুপস্থিত থাকার পর আবারো খেলতে এলো সেনেগাল।

স্বাভাবিকভাবেই তারা ২০০২ সালের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই উদ্দেশ্যে খেলার প্রথমার্ধে তারা অনেকটাই সফল।

অন্যদিকে রবার্ট লেওয়ানডস্কি তো বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকার। তিনি ব্যালন ডি’অরের লড়াইতেও নিজেকে তুলে নিয়ে আসেন। বায়ার্ন মিউনিখের হয়ে একের এক গোল করতে যার জুড়ি মেলা ভার। তার নেতৃত্বে এবার বিশ্বকাপের মঞ্চে কিছু করে দেখানোর অপেক্ষায় পোল্যান্ড। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা তো পায়নি, উল্টো গোল খেয়ে বসে আছে পোল্যান্ড।মন্তব্য