kalerkanthoগ্রুপ এফ : জার্মানি, মেক্সিকোকে টপকে শীর্ষে সুইডেন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ১২:৩৬গ্রুপ এফ : জার্মানি, মেক্সিকোকে টপকে শীর্ষে সুইডেন

২০০৬ সালের পর এবার বিশ্বকাপ খেলতে এসে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাৎ করল সুইডেন। রাশিয়ায় প্রথম ম্যাচেই জিতে এক দশক বিশ্বকাপ না খেলার জ্বালায় যেন প্রলেপ লাগালো সুইডেন। আর তাতেই জার্মানি, মেক্সিকোকে টপকে গ্রুপ এফ এর পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল তারা।

এবারের বিশ্বকাপে গ্রুপ এফ এর প্রথম ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারায় মেক্সিকো। তিন পয়েন্ট নিয়ে মেক্সিকো আছে দুই নম্বরে। আর নিজেদের প্রথম ম্যাচে হেরে গ্রুপের তিন নম্বরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।

গতকাল সুইডেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারালে সুইডেন চলে যায় শীর্ষে। আর দক্ষিণ কোরিয়া চারে।মন্তব্য