kalerkantho


টাইগারদের পেস আক্রমণে ঘাটতি দেখছেন ওয়ালশ

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৮ ১৫:৩৩টাইগারদের পেস আক্রমণে ঘাটতি দেখছেন ওয়ালশ

ছবি : বিসিবি

টাইগার পেসারদের আরও শাণিত করে তোলার জন্য বোলিং কোচ হিসেবে আনা হয়েছিল ক্যারিবিয়ান পেস কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে। তার আমলে পেসারদের নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা বারবারই বলছেন, শেখার আগ্রহ থাকতে হবে ক্রিকেটারদের। কোচ তো আর বেঁটে খাইয়ে দিতে পারবেন না। আসন্ন আফগান সফর সামনে রেখে দলের পেসারদের মধ্যেই ঘাটতি দেখছেন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পাওয়া ওয়ালশ।

ভারতের দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ৩, ৫ ও ৭ জুন। এই সিরিজে পেসারদের আরও ধারাবাহিক দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের বোলিং আক্রমণকে আরেকটু ধারাবাহিক দেখতে চাই। বিশেষ করে পেস বোলারদের। গত দুটি সফরে ওরা যথেষ্ট ধারাবাহিক ছিল না। আমি চাইব ওরা যেন একসঙ্গে জ্বলে উঠতে পারে।'

ওয়ালশের কোচিংয়ে সর্বশেষ  ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আবারও দায়িত্ব পেয়ে ওয়ালশ বললেন, 'আবারও দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে, যেমনটি খেলেছিলাম শ্রীলঙ্কায়। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমি মনে করি, আমরা যদি আত্মতুষ্টিতে না ভুগি ও নিজেদের করণীয়তেই মন দেই, তাহলে নিজেদের সেরাটা খেলতে পারব।'মন্তব্য