kalerkantho


আইপিএলের সেরা ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৮ ১১:৩৩আইপিএলের সেরা ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন

কলকাতার হারের দিন একটি সুখবর পেল ইডেন গার্ডেন। এবারের আইপিএলে সেরা ভেন্যু ও মাঠ নির্বাচিত হয়েছে কলকাতার ইডেন গার্ডেন। দশটি স্টেডিয়ামের মধ্যে ইডেনই আয়োজক হিসেবে সেরা নির্বাচিত হয়েছে।

ম্যাচ শেষে ক্রিকেটের নন্দনকাননের এই প্রাপ্তির কথা টুইট করে জানান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এবারের আইপিএলে গ্রুপ পর্বের সাতটি ও প্লে-অফের দুটি ম্যাচ হয়েছে ইডেনের এই মাঠে।

চলতি আইপিএলে ইডেন ছাড়াও আরো নয়টি স্টেডিয়ামে খেলা হয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম, পুণের এমসিএ স্টেডিয়াম, মোহালির আইএস বিন্দা স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, হায়দরাবাদের উপ্পল আর জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ হয়েছে।মন্তব্য