kalerkantho


কোচ রিকি পন্টিংয়ের বক্তব্যকে 'মিথ্যা' বললেন গম্ভীর!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০১৮ ২২:৪৩কোচ রিকি পন্টিংয়ের বক্তব্যকে 'মিথ্যা' বললেন গম্ভীর!

১৪ ম্যাচের মধ্যে ৯টিতে হেরে চলতি আইপিএলের একাদশ আসর থেকে ছিটকে গিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। দলের খারাপ পারফরম্যান্সের পর এবার যে খবর এল, তাতে একটা বিষয় পরিষ্কার যে, দিল্লি দলে সবকিছু ঠিকঠাক নেই। তাদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর দিল্লি ডেয়ারডেভিলসের কোচ রিকি পন্টিং দলের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর সম্পর্কে বলেছিলেন, দিল্লি একাদশে খেলতে চান না তিনি। কিন্তু পন্টিংয়ের এই বক্তব্য অস্বীকার করলেন গম্ভীর।

কোচ রিকি পন্টিংয়ের দাবি উড়িয়ে গৌতম গম্ভীর বললেন, 'অধিনায়ক পদ থেকে অব্যাহতি নিলেও কখনই আমি বলিনি যে প্লেয়িং একাদশে খেলব না'

উল্লেখ্য, টুর্নামেন্টের মাঝপথেই দিল্লির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান গম্ভীর। এরপর তাকে আর কোনো ম্যাচে খেলতে দেখা যায়নি। পন্টিং বলেছেন, অধিনায়কত্ব ছাড়ার পর নিজেকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নাকি স্বয়ং গৌতম গম্ভীরই নিয়েছিলেন। কিন্তু ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকার গম্ভীর বলেন, তিনি কখনই একাদশে না খেলার কথা বলেননি। এমনটা হলে তিনি নাকি অধিনায়কত্ব ছাড়ার পরই অবসরের ঘোষণা করে দিতেন। 

গম্ভীর মনে করেন এখনও ক্রিকেট খেলার যথেষ্ট সামর্থ্য আছে তার মধ্যে। তার ভাষায়, 'আমার অধিনায়কত্বে দল প্রথম দিকের ম্যাচগুলি হারছিল। এজন্য তিনি নৈতিক দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছি। কিন্তু মাঠে নেমে দলের হয়ে খেলতে কখনোই অস্বীকার করেননি। এটা টিম ম্যানেজমেন্ট ও রিকি পন্টিং জানতেন। আমি এখনও ক্রিকেট খেলার যোগ্যতা রাখি।'

অধিনায়কত্ব ছাড়ার পর দিল্লির দলে গম্ভীরকে না দেখা যাওয়ায় জল্পনা চলছিল যে, তিনি হয়ত শীঘ্রই অবসর নিতে পারেন। কিন্তু এই জল্পনাও খারিজ করে দিয়ে তিনি বলেছেন, 'আমি এখনই অবসর নিচ্ছি না। আগামী আইপিএল এখনও এক বছর বাকি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফরম্যান্স ভালো হলে আগামী বছরও খেলব। আমার মনে হয়, যতদিন খেলার জন্য, রানের জন্য খিদে থাকবে,ততদিন খেলা উচিত। কারণ, বয়সটা একটা সংখ্যা মাত্র।'

 মন্তব্য