kalerkantho


চেন্নাইয়ের জয়,পাঞ্জাবের বিদায়ে প্লে-অফে রাজস্থান

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৮ ০১:১৬চেন্নাইয়ের জয়,পাঞ্জাবের বিদায়ে প্লে-অফে রাজস্থান

পাঞ্জাব আগে ব্যাটিংয়ে নেমে ১৫৩ রান তুললেও চেন্নাইকে ১০০ রানের মধ্যে বেধে ফেলতে পারেনি। উল্টো ম্যাচটা ৫ উইকেটে জয় পেল চেন্নাই। এই হারে এবার আইপিএল থেকে বিদায় নিল পাঞ্জাব। আর চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠল রাজস্থান রয়্যালস।

আগের ম্যাচের মুম্বাই ইন্ডিয়ানসের হারে কিংস ইলেভেন পাঞ্জাবের আশার বাতি জ্বলে উঠেছিল। প্লে অফে উঠতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাবের সমীকরণটা ছিল এমন- আগে ব্যাট করলে ন্যূনতম ৫৩ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করলে সেই জয়টা আসতে হবে ১৩.৪ ওভারের মধ্যে। 

পাঞ্জাব আগে ব্যাটিংয়ে নেমে ১৫৩ রানে অলআউট হয়। কিন্তু দলটির বোলারেরা চেন্নাইকে ১০০ রানের মধ্যে বেঁধে ফেলা দূরের কথা ম্যাচটা জিততেও পারেনি। ৫ উইকেটের জয়ে পাঞ্জাবের আইপিএল প্লে অফে খেলার স্বপ্ন ধূলিসাৎ করে দেয় চেন্নাই। ধোনিদের এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হলো রাজস্থান রয়্যালসের।মন্তব্য