kalerkantho


চুক্তির ২.৮ কোটি রুপি নেবেন না গম্ভীর!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ এপ্রিল, ২০১৮ ১৭:৩০চুক্তির ২.৮ কোটি রুপি নেবেন না গম্ভীর!

সংবাদ সম্মেলনে বিমর্ষ গৌতম গম্ভীর। ছবি: হিন্দুস্থান টাইমস

দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আইপিএলের চলতি একাদশ আসরের মাঝপথেই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব ছেড়েছেন গৌতম গম্ভীর। পাশাপাশি তিনি জানিয়েছেন, চলতি আইপিএলের চুক্তি অনুযায়ী প্রাপ্য অর্থ বাবদ ২.৮ কোটি রুপিও তিনি নেবেন না! চলতি আইপিএল শেষ হওয়ার পর তিনি নিজের ভবিষ্যত্‍ সম্পর্কে চিন্তাভাবনা করবেন।

গম্ভীরের পরিবর্তে চলতি আসরে দিল্লিকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। তবে আইপিএলের ইতিহাসে চুক্তির টাকা না নেওয়ার ঘটনা এই প্রথম। এবারের আইপিএলের একাদশ আসর শুরু হওয়ার পরে গম্ভীরের নেতৃত্বে এ পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে দিল্লি। তার মধ্যে ৫টিতেই হেরেছে। প্রথম ৬ ম্যাচে গম্ভীরের ব্যক্তিগত সংগ্রহ মাত্র ৮৫ রান। এই কারণেই অধিনায়ক পদ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, 'চলতি মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজির থেকে কোনো অর্থ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলের একাদশ আসরে-এর বাকি সব ম্যাচে তিনি বিনামূল্যে খেলবেন।'

তিনি আরও জানিয়েছেন, 'গৌতম এমন একজন, যিনি সব কিছুর আগে আত্মসম্মানবোধ বজায় রাখেন। বরাবরই তিনি একজন গর্বিত পারফরমার। তিনি কোনো অর্থ নেবেন না বলে ঠিক করেছেন এবং এ তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এমনকি পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পরেই তিনি অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন।'

জানা গেছে, চলতি আইপিএলে খেললেও, লিগ শেষ হওয়ার পরে তিনি ভবিষ্যত্‍ সম্পর্কে চিন্তাভাবনা করবেন। সংবাদ মাধ্যমকেও এদিন গম্ভীর বলেছেন, 'আমি জানি না। এখনই কিছু বলার সময় হয়নি। আগে বসে চিন্তা করি, তার পর সিদ্ধান্ত নেব। দেখতে হবে নিজের খেলা কোথায় যাচ্ছে আর ক্রিকেটার হিসেবেই বা আমি কোথায় দাঁড়িয়ে আছি।'মন্তব্য