kalerkantho


সাবেক ক্রিকেটার যখন আইপিএল জুয়াড়ি!

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৮ ২১:২৮সাবেক ক্রিকেটার যখন আইপিএল জুয়াড়ি!

জমজমাট হয়ে এগিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। একইসঙ্গে রমরমা অবস্থা জুয়াড়িদের। তবে চলতি আসরে জুয়াড়িদের ধরতে বেশ কঠোর অবস্থান নিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ও পুলিশ। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে জুয়ার চক্র ধরেছিল সিআইডি। এবার গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন দেশটির এক সাবেক ক্রিকেটার!

সন্দীপ রায় নামে ওই ক্রিকেটার ভারতের ঘরোয়া পর্যায়ে বেশ নাম করেছিলেন। বাড়ি ওপার বাংলার শিলিগুড়ির হাকিম পাড়ায়।  জাতীয় তারকা ঋদ্ধিমান সাহার কোচ জয়ন্ত ভৌমিকের কোচিংয়েও খেলেছেন সন্দীপ। বাড়ির পাশে বাবার মোটরবাইকের দোকানে বসে বেটিং চক্র চালাতেন তিনি।

গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ হানা দেয় সেই দোকানে। প্রমাণসহ হাতেনাতে গ্রেপ্তার করে সেই ক্রিকেটারকে। গ্রেপ্তারকৃত ক্রিকেটারের কাছ থেকে ৩২ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন পাওয়া গেছে। একটি খাতায় সমস্ত ম্যাচের হিসেব রাখতেন তিনি। মঙ্গলবার মুম্বাই-হায়দরাবাদ ম্যাচের হিসেব নিকেশও ছিল সেই খাতায়। এর সঙ্গে সন্দীর রায়ের এক সহযোগীরও সন্ধান পেয়েছে পুলিশ।মন্তব্য